অপ্রকাশিত অনুভূতিরা

কবি : নীল_অভিজিৎ

– নীল_অভিজিৎ

পৃথিবীর সব হাটা পথ
গান গাইতে গাইতে নেমে যাচ্ছে
আর, ফাটা দেওয়ালের ধার ঘেঁসে
এই একলা দুপুরে বিন্দুবিন্দু শূন্যতা
জমে জমে তাকিয়ে আছে ভরা-দীঘি
অবাক চোখে অনেক দূরে আমি

উপবাসী পিঁপড়েরা, একনাগাড়ে ফুরসত নেই…
ফলাহারে হাতছানি,
ছেলেমানুষির ফাঁকে রোদ্দুরও হাসে–
জমা বুকে ওম,
রেলগাড়ি সিটি দিতে দিতে মিলিয়ে গেল…
তাড়া নেই কোন অথবা
অনন্ত তাড়া খেয়ে ফিরছি ঘরে,
শেষে প্রহরে এবার আমি নিজেকে গিলে ফেলি,
অদ্ভুত রকম আবিষ্কারে ডুব দেই…
বই এর পাতার ভাঁজে গুঁজে রাখি,
আমাদের এই শহরতলির রচনা।

——– 0 ——–