অব্যক্ত

কবি : নীল_অভিজিৎ

আমরা যারা পুরুষ সারাটা জীবন আলো খুঁজতেই ব্যস্ত…
আন্ধারে হাতড়ানো,
আলো পেতে আন্ধারকে আঁকড়ান,
দুচোখে আলো জ্বালাতে জ্বালাতে অন্ধকার ঘরে তোমার আসাটাই আলো,
আলোক মাঝে আমরা আলোকিত পুরুষ,
আলো জ্বালার ব্যাপারটি তোমার স্বতন্ত্র দক্ষতা,
যা তোমার দেহের অভ্যন্তরে ঘটে-
জোনাকি পোকার মতো!

অন্ধকারে আমি সচেতন হয়ে উঠি,
নিজের কাছে স্পষ্ট হয়ে ওঠা ছাড়া কি আর পারি…
শৈশব হতে বার্ধক্য শুধু চেয়েই যাওয়া,
সমাজচ্যুত করে শুধুই আক্ষেপ…
উদারতা ওই টুকুই।

নারী তুমি বহুরূপে নীরবে
মা প্রেমিকা কন্যার ভূমিকায়,
আমাদের যন্ত্রণার ক্ষতে আলো দিয়ে গেলে।
——————-