#অভিশাপ/ কলমে:- #মৌ গোস্বামী

কবি : কবির নাম

#অভিশাপ
রঘু যাবে মাহুত হতে বনে।
নিয়ম নীতি শিখছে সবে সে,
কঠিন বিধি মানবে ভেবেও শেষে
হার মেনে যায় যৌবনেরই টানে।

পোষ মানানো? মুখের কথা নয়;
কয়েক মাসের কৃচ্ছসাধন ফল;
আহার ভোজন সাত্ত্বিক অন্তর,
ভাঙলে নিয়ম ঘটবে পরাজয়।

শুদ্ধ শরীর বিজয় ধ্বজা ধ’রে,
কামুক সুখে অব্যাহতি নাই,
বিদায় বেলায় অশ্রুভরা চোখ,
বুক ভরে যায় দুঃখ প্রেমের ভারে।

যুবক রঘু যুবতীর মায়া মুখ,
আটকা পড়ে আলিঙ্গনের মাঝে।
গভীর প্রেমে বেসামালি দুই,
ব্রত ভেঙে হয়েছে উন্মুখ।

ঘণ্টা নিনাদ বেজেছে যাত্রা ক্ষণ,
ঘর ছেড়ে সে বনান্তরের পথে –
হাতির পিঠে রঘু, মাহুত বেশে,
করছে তাকে রক্ষণাবেক্ষণ।

হঠাৎ হাতি শুঁড় ফুলিয়ে ধরে!
ভয়ংকরী বৃংহণ তার ডাক,
আশ্ঠেপৃষ্ঠে শরীর খানি বেঁধে
পায়ের তলায় আছড়ে পিশে মারে।

এমন সময় দৈব বাণী ঘটে।
অনিষ্টেরই অঘটনের শিকার!
পুঞ্জিভূত অভিশাপের মাশুল,
জীবন ছবি অনাচারের পটে।

হাতির পিঠে মাহুতের সেই লাশ,
প্রিয়ার কোলে ফিরলো নিথর দেহ।
বাঁধ ভাঙ্গা ওই চোখের জলে ধুয়ে,
শেষ হয়ে যায় রঘুর ইতিহাস।।

কলমে:- মৌ গোস্বামী