আজগুবি (এক)

কবি : নীল_অভিজিৎ

 

শুধু যারা চল্লিশ পার করেছি…
তাদের সব অভিজ্ঞতা গুলো
থরেথরে সাজানো বুক সেলফে
বই হয়ে গেছে
আন্ধারে মগ্নতার গন্ধ নিয়ে
অপেক্ষার দূরত্বে,
নগ্ন তুলির টানে
পাঁশুটে রঙের আহ্বানে
সন্ধ্যাকালের ক্যানভাসে
কিছু আক্ষেপ…
সারাজীবনের কিছু শব্দহীনতা
শব্দহীন-শব্দ গুলো বইয়ের তাকে
গোঙানির অনুভূতি শুধু
চুপ থাকা মিনমিনে স্পর্শানুভূতি
শুধুই চাউনি, নির্জন দৃষ্টিপাত
মশারির ভিতর দিয়ে,
চাও যদি… প্রায় একই রকম,
দেওয়াল জুড়ে ছড়ানো স্পর্ধা,
জেগে ওঠে আবছা অক্ষরে
অধিকার বোধ,
নিয়ম মাফিক
বৃষ্টিমুখর কাচের জানালা খুলে যায়…
দৃষ্টিপথে শিকার-শিকারীর
সব গল্প আজ কমবেশী বর্ণ হয়েছে,
উড়তে উড়তে আকাশে,
হয়েছে উড়ান।
———————–