আত্মজীবনী

কবি : কবির নাম

নজরুল ইসলাম আমার কাছে সব সময়েই আলাদা , ওনার হঠাৎ শেষ হয়ে যাওয়া তা মেনে নিতে পারিনি কখনো
আমি কবি নই
যুগ ও হুজুগ কিছুতেই নেই ,
নেই কোনো আজকে বা কালকের খোঁজ।
সমুদ্রপাড়ে দাঁড়ালে হাওয়ায় দমকা লাগে ,
ছিঁড়ে যাওয়া পাতার মতো চারদিকে উড়তে থাকে বিন্নি খৈ।
——————————–
মৈনাক পর্বতের শরীর থেকে খসে পড়তে থাকে হিমাদ্রির আচ্ছাদন
গলে বেরোতে থাকে উন্মুক্ত লাভা ,
সেই শিখায় জ্বলজ্বল করতে থাকে এক বাকরুদ্ধ মুখ।
কবিতা না ,
বিদ্রোহ না,
অতীত বর্তমান ভবিষ্যৎ না।
————
একটা আত্মজীবনী লেখার কথা ছিল।
আকাশে ওরাও বিন্নি খৈ ,
সমুদ্রপাড়ে চিতা জ্বালাও,
রক্তমেঘ সূর্যাস্তের পারে উড়িয়ে দাও চেতনাহীন সেই মানুষটার স্বপ্ন |
—————–
একটা আত্মজীবনী লেখার কথা ছিল।
শ্রীপর্ণা