ইচ্ছাদের অনুবাদ

কবি : নীল_অভিজিৎ

বিশ্বাসে ফেলে রাখা অন্তরবাসে,
এবার তুই দুচোখে দেখ ইচ্ছাদের,
তোর দুচোখের কাজল তখন
জমা কালো দীঘি,
গলে পরেছিল আমার জিহ্বাগ্রে,
আমার খোলা কলমে ছিটকে আসা– আলো,
তোর সাদা পাতায়,
তোর হাওয়া লেগে…
জেগে ওঠা আমার নিসপিসে হাত,
উঁকি দেয় তোর ঘাড়ে,
ছুয়ে যায় পলাশ বন,
বাস্তবিক বাসন্তিক রোগ,
মন তখন দিক-বিদিক…
ওরা অনুবাদ করে করুক,
কি বলবে?
ইচ্ছাদের যাচ্ছেতাই… ?
এই শোন, আমার রূপকথার চরিত্র খারাপ।
এই শোন… চরিত্র কি রে?
এই শোন… আমি শুধু পাত্তা দিই চরিত্রসংগঠনে।

নীল_অভিজিৎ