#উপসংহার /কলমে:- মৌ গোস্বামী

কবি : কবির নাম :- মৌ গোস্বামী

#উপসংহার
কলমে:- মৌ গোস্বামী

সংরক্ষিত রেলগাড়ির কামরায়,
ঘুমিয়ে থাকা আমার চেতনা;
জেগে ওঠার সেকেন্ড কয়েক পরেই ,
দু’একটি কাজ মনে পড়ে।
চুলের বাঁধন খুলে পুনরায় পরিপাটি ।
ফাঁকা লাগাকে পূরণ করা।
অনাবৃত কানের পাতা।
হাত পড়লো ব্যাগের চেনে।
হতবাক দুই চোখ,
বুকের মধ্যমা ও মনের অনামিকা।
হাত ব্যাগটি নেই সম্ভাব্য জায়গা গুলোতে।
হয়তো এখানেই সমাপ্ত করা যেত।
উপসংহারের আগে পিছনে ফেলে আসা,

কয়েকটি অসমাপ্ত কাজ নাড়া দিয়ে ওঠে । 

স্বপ্নময় সত্যিকারের মণিকোঠায়।

          স্মৃতির পাতায় টোটো ভাড়া থেকে

প্রণামীবাক্স স্পষ্ট। বাকিটা অস্পষ্ট।
চোখের সামনে সিনেমার রিলের মতো
হারিয়ে যাচ্ছে কয়েক হাজার টাকা,
কয়েক গাছা সাজতত্ত্ব, পাতা কয়েক পথ্য।
ভীষণ প্রিয় অথবা অদামী কিঞ্চিৎ।
মুহূর্তময় মস্তিষ্ক বিচ্ছুরণ।
ভূমিকায় নয়,উপসংহারে খোঁজার পালা।।