একটি কুকুরের সমাধি

কবি : অভিষেক মিত্র

 

শীর্ণ সূর্যটা সরিয়ে নিয়েছে নিজের হাত

আমার কাঁধের উপর থেকে,

আমি শীতে কাঁপছি;

মাঠের লম্বা ঘাসগুলো

আঁকড়ে ধরে আমার পা,

আমি হোঁচট খেয়ে পড়ে যাই;

একটা ভাঙা গাছের পাশে,

সে তার শিকড় দিয়ে

জড়িয়ে নেয় আমায়।

আমি লড়ে যাই, শুধু আমার কুকুরের

জন্য একটা সমাধি খুঁজতে গিয়ে।

লণ্ডভণ্ড করে দিই মাটি,

ভেঙে ফেলি বরফের আস্তরণ,

এখনও আমার শাবলের মুখে

লেগে থাকা মাটির টুকরো।

ধীরে ধীরে সরিয়ে ফেলি মাটি,

পেতে দিই গরম কম্বল আর রক্ত,

এবার তুমি শান্তিতে ঘুমাও।