এখন

কবি : পাপড়ি দেব

একবার ডানা মুড়ে বসতে দাও
একবার বিরল বৃষ্টিতে ভিজিয়ে নিতে দাও চুল
এখন আর ওড়ার আনন্দ নেই
ক্লান্তি ক্লান্তি অবসাদ নির্ঘুম
উড়ন্ত ডানায় সূর্য স্পর্শ নেই আর
যত দূরে উড়ে যাবো
যত আমি আলোর বৃত্ত খুঁজে দাঁড়াবো
আমার পিছনে হাঁটবে যন্ত্রণার ইতিহাস
আমি শূন্য থেকে শূন্যে মিলাবো
ছিন্ন বিচ্ছিন্ন হবো
তবু এখন একবার জিরিয়ে নিতে দাও আমার ক্লান্ত ডানায় আলতো স্পর্শ দাও চাঁদ
এখন একবার বলো বাতাস
আমি তোমাদেরই কেউ
আমায় গ্রহণ করো প্রকৃতি মাতা
আমায় সুবাসিত করো পুষ্পরাজি
একটু শান্তির আশায় এসেছি তোমাদের দ্বারে।