গুরুদেবের কৃপা লাভ

কবি : নাম শ্রী শ্যামাপ্রসাদ সাঁতরা (অপু)

গুরুদেবের কৃপা লাভ
শ্যামাপ্রসাদ সাঁতরা (অপু)

এবার সহমত পোষণ করলেন
আমি আপ্লুত গর্বিত সকল কর্মে।
মেঘলা আকাশ সবুজ শষ্য-ক্ষেত
জল থৈ থৈ দীঘিতে পানকৌড়ি ডুব দেয়।
রাখাল ছেলে কবির পানে তাকায়
কবি বলে তুমি বালক মানুষ হও,
শিক্ষা সত্য সংস্কৃতি অনুশীলন করে
দেশের কাজ কর একসাথে।
জেলের জালে শক্ত সুতোয় বল বাঁধা,
দুই বল
হাওয়া ভরা বল জলে ভাসতে পারে
শতকোটি ক্ষমতা স্তব্ধ করতে পারে স্ববল –
লক্ষ লক্ষ ভ্রুণ ছুটে চলে প্রকৃতির মাঝে
এখনও সৃষ্টি অবিচল।
একবারেই অবসান হয় না দুর্নীতি
ধর্ম কর্ম অচ্ছুৎ করে
সওয়াল-জবাবে যত থাকুক আড়ম্বর।
আচ্ছাদন যার গুরুদেব সেই ভূমি পায়
নাক উঁচু করে শ্বাস নিতে পারে।
কবি এবার কথা বলে
অন্তর থেকে নিজের বিকাশ ঘটাও,
যাদের জন্য এই পৃথিবী
সূর্য তারা সঙ্গি করে এগিয়ে চলে।
অশিক্ষা কুকর্মের দ্বারা যে প্রভাবিত
যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে
ধর্মের অপব্যখা মিথ্যা প্রচার করে,
প্রাণঘাতি পশুবৎ আচরণ মিটিয়ে
ধ্বংস করে নিজেকে।
প্রাণ প্রকৃতি চিরন্তন থাকবে
আশা কামনা বাসনা সব বিলাসিতা,
এবার স্নান সেরে গুরুশিষ্য মিলে
নতুন আলোয় সর্ব শক্তিতে উঠো জেগে
অশিক্ষা হিংসা অধর্মের হোক অবসান।

Subject:- “Gain the grace of Gurudev”.