চির বিদায়/মৌ গোস্বামী

কবি : কবির নাম

#চির বিদায়#
মৌ গোস্বামী

মলিন বদন খানি চির নিদ্রিত;
সিঁথিটি তাঁর সিঁদুরে সম্পূর্ণ আবৃত।
রক্তিম এক লাল বৃত্ত ললাট জুড়ে,
সুসজ্জিত শব সতী সাবিত্রী রূপে।
জগৎ সংসারের এই নিত্য খেলায়
মাতোয়ারা সেই প্রস্ফুটিত প্রাণটি।
সাংসারিক কর্মে আবদ্ধশীলা তিনি।
অবহেলিত হয়েছে নিজ ব্যাধি বারবার,
সমর্পিত নিজ প্রাণ অপরের মঙ্গলে।
স্বামী, সন্তান, ও আপনজনদের হাতে
তাঁর সাজানো বাগান তুলে দিয়ে
হাসতে হাসতে চলে গেলেন গৃহিনী।
সম্মান ভালোবাসাকে পাথেয় করে,
কান্না ও আর্তি কে প্রত্যাখ্যান করে,
আলতা ভরা পা, সিঁথি ভরা সিঁদুর নিয়ে,
চির বিদায় নিলেন চন্দন চর্চিতা মানবী।
তিনিই সতী তিনিই সাবিত্রী।।