#চুক্তিবদ্ধ চিতা/মৌ গোস্বামী

কবি : কবির নাম :- মৌ গোস্বামী

#চুক্তিবদ্ধ চিতা
#মৌ গোস্বামী

মিনিট খানেক আগেই যার
ছোটো বোনের শেষকৃত্য
সম্পন্ন হয়েছে নিয়মানুসারে !

সেই দিদির দুধসাদা লাশ ,
হাসপাতালের বিছানাময়।
উচ্চ প্রতিষ্ঠিত পাঁচ
সন্তান- সন্ততির জননী
আজ সাদা কাপড়ের পুটুলিতে,
লাশঘরের মেঝেয়
অগোছালো সজ্জায়।

ফিরিয়ে নিয়ে যায়না কেও,
নিথর অভিমানী মৃতদেহটি।
মুক্তির অভাব দেখে
উড়ন্ত মাছি মৃত ঠোঁট,
দুটি চোখের পাতা।

হয়তো সদ্যজাতের কানে
প্রবেশ করেনি সেদিন
গর্ভের অকৃত্রিম আর্তনাদ।

হয়তবা, বহুতলের

লিফ্ট বেয়ে উঠে যাওয়া

চার দেওয়ালের সৌখিন জীবনগুলো

ভুলে গেছে মায়ের হাতের সেই

একগ্রাস ভাতের মাহিত্যকে।

অনেকে বলেন এক সন্তান
অপেক্ষা অধিক সন্তান শ্রেয়;
আপেক্ষিক অর্থ বলে-
মৃত্যু কোনো সম্পর্ক চেনেনা।
মৃত্যু দেখেনি চিতার রক্ত।
জীবন দেখতে পায়,
জীবন বলতে ভালোবাসে।
আর সম্পর্করা কেবলই

কানে কানে ফিসফিস ক’রে

পরনিন্দা পরচর্চা মেখে।

আমার চিতার আগুন
চুক্তিবদ্ধ হয়ে বাঁধা
থাকতে পারে কোনো
খাতার পাতায় ,
নির্ভেজাল অক্ষর হয়ে।

যেখানে কান্না নেই,
যেখানে নিয়ম নেই ,
যেটা আড়ম্বর বিহীন।
যেটা জ্বলে উঠতে পারে
দাউদাউ করে;
ঠিক মাছি বসার
আগের মুহূর্তে।।