ঝুলন

কবি : শ্রীপর্ণা

____
রিমিঝিমি রিমিঝিমি ঝরিছে শাওণধারা ,
মত্ত দাদুরী দেখ ডাকিতেছে ওই ,
কেকা কুহরে ডাকে,আনন্দে তমাল শাখে
হংস মিথুন ক্রোড়ে খেলিতেছে ওই।
লোলিতা বিশাখা সখি বৃন্দা কহিয়া গেলো
ভগ্ন কুঞ্জে পুনঃ অলি গুঞ্জরিছে ,
কহিয়া রাধা বোল বাঁশরি বাজিছে দেখ –
গাগরী ফেলিয়া ওই শ্রীরাধা চলিছে।
উম্মত পবনে যমুনা উথলিছে ,
নীলাভ জলদ মাঝে বিজুরি চমকে ,
বৃন্দাবন কুঞ্জমাঝে কদম্ব সাজিয়েছে ওই
ভুলিয়া বিরহানল ঝুলন সাজিছে।
দুঁহু দোঁহা বাহুপাশে, অধরে অমৃতহাসে ,
চাঁদিনী ললিতহাসে ঢালিছে শরম ,
আজি এ মধুর নিশি , শেষ না হৈয়ে যায়
চল সখি কুঞ্জমাঝে জুড়াইবি নয়ন।
শ্রীপর্ণা