দূর্গা

কবি : শ্রীপর্ণা

পাপী ,
সব পাপ জমা রাখো ওই দুই হাতে , ভয় নেই
আরো হাত আছে বাকি ,
আমার অবৈধ সম্পর্কের আগুন , তা ও জমা দিলাম।
প্রেমিকের সাথে কথা কাটাকাটি জমা রাখো মেয়ে
নিশ্চিন্তে ঘুমের চাদর জড়াও শিশির ভেজা রাতে।
ওগো ঝগড়ুটে নেতা , মহানেতা ,দলনেতা
নিন্দে মন্দ যা কিছু আছে তোমাদের
রাখো রাখো জমা রাখো আরো দুই হাতে।
ওই যে রোজ রাতে না ঘুমোনো পোড়া কপালি মেয়ে
তুই আর তোর বরের ঝগড়া কিছু রেখে দে ওই হাতে।

পুরুত মশাই , পেন্নাম হই , ঝোলা কৈ ?
কিছু কলা মূলো রেখে যেও যাবার আগে. হাত বাকি আছে আরো।
তোমার ভিক্ষাপাত্র থেকেও কিছু ভিক্ষার চাল দিও ভিক্ষুক আমার,

স্কুলএ যাবার আগে মেয়েরা , কিছু রং দিয়ে যেও তোমাদের জামার থেকে
কিছু চাপা হাসি রেখে যেও জমা সদ্য কিশোর ।

সব অশান্তি নিন্দে মন্দ জমা রেখো , আড়াল টেনো দশ হাতের।
রেখে দিও চড়াই উৎরাই
আমি নিশ্চিন্তে অশান্তি পেরিয়ে নিশ্চিন্তিপুরের মাঠে
আমার মেয়ের জন্য এক নতুন প্রেমের কাব্য উনুনে চড়াই।

শ্রীপর্ণা