দেহ

কবি : নীল অভিজিৎ

–নীল অভিজিৎ

কি হয়েছে জানিনা, মনের আকাশে বিষণ্ণ ছেয়ে
ব্যয় হীন জল, ব্যথায় নিবিড়ে নেমে আসে
আপন মুগ্ধ ঢল তার, ঘটে শারীরিক অবক্ষয়ে

ঝুরি নামা বটের মতোই, বুক থেকে নেমে আসে
নৈশ হাঁটে আড়ালে, নিরেট শূন্য স্তব্ধ জয়ে
হটাৎ দিঘিটা ভরে ওঠে, প্রতি স্পর্ধী নিশ্বাসে

চোখ দুটো ভারী হয়ে আসে, এখানেই শেষ নয়
নিজের জলছবি দেখি, শতাব্দীর লক্ষক্ষত বেশে
অজানা এক উপলব্ধি, বুকে হাতুড়ি আঘাত হয়