*প্রেম যাপন* / *কবি:- মৌ গোস্বামী*

কবি : কবির নাম

*প্রেম যাপন*

রোদ ঝলমলে এক সকাল,

আরেক মেঘময় বিকেল ;

দুজনেই ডুবে থাকে,

ভালোবাসার গভীরতায়।

প্রকৃতির বৈচিত্রতা মেখে

একে অপরের বন্ধুত্ত্ব পেতে কাতর।

মেঘলা বিকেল স্বেচ্ছায় সকালের

তাপকে অনুভব করে হৃদয় দিয়ে।

গোধূলির ঘোমটা সরিয়ে,

আলিঙ্গন করবে বলে

উচ্চাভিলাসী প্রভাত।

সময় গড়ায় দুবেলার প্রেম যাপনে।

সম্পর্কের হিসেবে গরমিল,

অগত্যা ঢাল হয়ে দাড়ায় আগুন তাপ।

গুমোট ফুঁপিয়ে ফুঁপিয়ে বৃষ্টি কাঁদন ঝরায়।

তোলপাড় করা রোমকূপ বেয়ে,

মন খারাপের রাত গড়িয়ে চলে

স্বপ্নহীন আঁতুড় ঘরের দিকে যেখানে-

আলোরা ঢুকতে ভয় পায় ।

অবশেষে ঝড় থামে পশ্চিমী আদবে

সূর্যের প্রথম কিরন গায়ে মেখে।

অসমবাহুরা হাত বাড়ায় ,

পুনরায় ভাব জাগানোর উদ্দেশ্যে।।

 

*কলমে:- মৌ গোস্বামী*