প্রেম

কবি : নীল অভিজিৎ

 

পার্কে এতক্ষণ যে ছেলেটা
যে মেয়েটির হাতধরে বসেছিল
কেউ জানেনা তাদের নাম,
দূরে আকাশ বলেছিল নর-নারী
যে মুহুর্তে তারা হাতধরে চলে গেল…
কেউ জানতে চায়নি তাদের সম্পর্ক,
দূরে মাটি আর ঘাস বলেছিল- ভালোবাসা,
কেউ খোঁজ নেয়নি তাদের ইতিবৃত্ত…
শুধু সাক্ষী থাকল আকাশ মাটি আর ঘাস…
জন্ম নিল ঘরবাঁধা
বাঁধতে বাঁধতে তারা ছাদ আর দেওয়াল তুলল
তার নাম হলো প্রশ্রয়
মেয়েটি দেওয়ালে আলপনা এঁকে দিল
তার নাম হলো রূপকথা

আর ছেলেটা আত্মবিশ্বাসী ছিল,
কেউ প্রশ্ন করলে উত্তর দেবে…
‘সে এক মহাজন, আসল ছেড়ে,
রোজ সুদ টুকু তুলতে ব্যস্ত’