ফেরিওয়ালা

কবি : শ্রীপর্ণা

 

কে তুমি ?
— ফেরিওয়ালা
কি ফেরি করো ?
— স্বপ্ন।
কাদের দাও ?
–যাদের চোখে নীলপালকের আশা থাকে।
কোথায় পাও ?
— টুপ্ টাপ করে ঝরে পড়েছিল চিলের গা থেকে
যখন সে রোদ্দুর মেখে নিয়ে উঠেছিল।
যদি চুরি হয় ?
—- আবার দেব.
তারপর ?
— আবার
কতদিন ?
— যতদিন না গোলাপ হাতে নীহারিকা কুচকাওয়াজ করবে।