বিরহ মধুর লাগে

কবি : উমা চক্রবর্তী

-উমা চক্রবর্তী

খুশীর আভরনে ব্যাস্ত মোরা কুহক কুজনে, সৃষ্টির নেশায় মুগ্ধ মন, মেতেছি যে সংগোপনে….
দেখি ঐ আকাশ, বাতাস, সুন্দর মেঘ ও তারা… সৌন্দর্যের ছটায়, অসীম প্রকৃতির দানে হই দিশেহারা।
কবির কবিতা, গান, সুর -ঝংকার লহরী, বিমোহিত হয় মন ভেসে চলে, নিয়ে অমৃত– আনন্দ মাধুরী।
তাই ভাসিতে চাহি না মোরা শতজন্মের কষ্টের ভেলায়, দিন কাটাবো নব নব আনন্দ মেলায়…………..

তবু বসে ঐ মুক্ত বাতায়নে, প্রকৃতির নিবিড় আলিঙ্গনে
ভাবেতে বিভোর রয় কেউ, ভাবে চলেছি এ কোন অন্বেষণে? অসংযত চিন্তা যত, ভীড় করে অবিরত…
কোন বাঁধনের কাছে মাথা হয়ে যায় নত?
প্রেমের মুুক্ত ঐ প্রাঙ্গণে,
হার জিতের প্রহসনে,
মন বুঝি ভীরু চোখে চায়… শুধু ভয় পায়…
তাই বিরহ যাতনা শুধুই জ্বালায়!!
কখনও বা নিজের মনে, বলে কবি ক্ষণে ক্ষণে….
বিরহ মধুর লাগে…
কিন্তু হায়, অবশ মন পিছু ফিরে চায়, অজান্তে প্রেম মাগে।
বিরহ তো এক যন্ত্রণা…
বুঝি অনাকাঙ্ক্ষিত এক পাওনা!
তবু কেন শুনি
–“বিরহ. মধুর. লাগে”!!!