বিলীয়মান

কবি : নীল-অভিজিৎ

অপেক্ষা বা প্রতীক্ষা যাই বলি না কেন
বসে বসে শুধু তারা গোনা,
স্বপ্ন সুখেই তো শুধু স্বপ্ন-জাল বোনা
এক একটা স্বপ্ন ঝরে পড়তেই পারে
যেমন তারারা, মাঝে মাঝেই খসে পড়ে
ধীরে ধীরে অদৃশ্য হয় অন্ধকারে
আমাদের কথাবার্তা কাজের  মধ্যে দিয়ে–
সহজেই ঝরা-স্বপ্নের পায়ের ছাপ পেয়ে যাই,
সফল নকশীকাঁথার ঠাসবুনানেও–
কত বিষণ্ণ অনাহার দিনের কথা লুকিয়ে থাকে,
গোপন রাখি আমরা তো কত কিছু–
গুনে রাখি মানুষ হতে  বয়স হিসাব আর বরাদ্দকে,
শুধু আমাদের স্বপ্ন গুলো, অগুনতি থেকে যায়
আহা ! স্বপ্ন দেখা যেন শেষ না হয়…
নইলে সহসাই খসে পড়া তারার মতো–
আমাদের অস্তিত্ব।

  1. ভীষণ বাস্তব লেখা। এ যেন সবারই মনের কথা।

Leave a Reply