ভালোবাসি

কবি : নীল অভিজিৎ

– নীল অভিজিৎ



রক্ত ঝরানো কালো দিন বলো রাজনীতি ময়দান

ধর্মের আস্তা কুঁড়েই কিংবা ধ্বংসের চকিত টান

ঘুরে ঘুরে ফেরা যুদ্ধের শেষ পথে পথে দঙ্গলে

কেঁপে কেঁপে ওঠা অন্তর থেকে অন্তর জঙ্গলে

প্রশ্ন তবুও হেঁটে আসে মনে ভালবাসা, ভালবাসো?

শুধু আজ কেন করব প্রেম, প্রতিদিন ভালবেসো

বিশ্বের প্রেম দিশাহারা আজ এখানেই শেষ নয়

আর কতদূর এগবো আমরা ছেয়েছে নিরেট ভয়

আপনমুগ্ধ ঢলে হেটে যাক শহর হতে বন্দর

আকাশ বাতাসে ধ্বনিত হোক একটাই উত্তর

প্রতিদিনে প্রতিক্ষণে নিশ্বাস বিশ্বাসে, ভালোবাসি

নিশ্বাসে নিশ্বাসে নিনাদ অনুনাদে, ভালোবাসি