মহাষষ্ঠী

কবি : নীল_অভিজিৎ

এই যে উপরে কত সবুজ ডালপালা
কত পাখির আনাগোনা
দেখলে কি বোঝা যায়
আমি কিন্তু দেখলাম
তোমার জটাজুটে লেগে আছে চিনচিন ব্যাথা…
কি সুন্দর দিঘল চোখ
আর তার থেকে ফোঁটাফোঁটা…
জল হয়ে নেমে গেছে এক নদী,
পারে বিগত পাহাড়, ধার দিয়ে সারিসারি
বটগাছ,
উত্তরে হাওয়া দুলেদুলে গাইছে বিরহের গান,
কত সবুজ ডালপালা বিস্বাদ মুখে,
পাতায় পাতায় এঁকে যায় চোখ,
যেখানে চিরশূন্যতার সুর বেজে ওঠে,
আজ মহাষষ্ঠী।