মেঘ , নীলপরী আর স্বপ্ন

কবি : শ্রীপর্ণা

মেঘের গায়ে নীলপরীরা
ছুঁয়েছিল স্বপ্নগুলো।
চাঁদের মাঝে চরকা বুড়ি উড়িয়েছিল
সোনার ধুলো।
চাঁদ জড়ানো হাঁস গুলো সব
আমার হাতে হাত রাখলো ,
মেঘের গায়ে নীলপরীরা
ছুঁয়েছিল স্বপ্নগুলো।
বললো ডেকে ফুলপরী এক
আমি তোমার সঙ্গী হবো
দূর বিদেশে নিরুদ্দেশে ,
মেঘ বাদলের সুরেল দেশে ,
তোমার সাথে —
আমি থাকবো।
বন পাহাড়ে – দিন কাহারে ,
রূপকথার ওই গল্পগুলো
আমি শুনবো।
শুনতে শুনতে দিন পেরোলো ,
নকশিকাঁথার রাত পেরোলো।
সময়গুলো আকাশ পথে নতুন রঙে ছবি আঁকলো।
উড়ে যা তুই সবার সাথে
বকেদের ওই আল্পনা তে,
আশীষ মেখে নীলপরীদের , মেঘ পিয়নের চিঠি হাতে
যা উড়ে যা রঙ্গীন আলোয় , নতুন দিনের স্বপ্ন মেখে।