মৌনী সুরগুলো

কবি : নীল-অভিজিৎ

আসল ওই টুকুই, স্মৃতিগুলো বালিঘড় আর তার মাঝে খসেপড়া শব্দকোষে রূপান্তর,
দৃশ্যান্তর পটভূমির অনুরোধ রোমাঙ্চকর পরিবর্তনের…

নিছক অবসাদ তাই শব্দ ভাষাহীন প্রায় অজ্ঞাত হয়ে শহর ছেড়ে গ্রাম্য পথে নেমে আসে…
সন্ধ্যারাগ মৌনী সুরগুলোর সাথে সুরমিলায় বুকের গভীর স্বরলিপি…

এককালের অন্ধের আঁকা পেন্টিং থেকে সব রঙগুলো এদিক সেদিক বেড়িয়ে পরে ঈশ্বরের বিদ্রূপে, তন্দ্রাহীন চাউনিতে সুদীর্ঘ রাত গভীর জলে ডুব দিয়ে দেখে মুঠোমুঠো হিম জলের স্তর হয়ে জমা পড়েছে বুকের উপরে।

মিলন অথবা হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে নেমে যাচ্ছে খাড়ির দিকে।
——————–
#নীল_অভিজিৎ