শান্তির বারি

কবি : শ্রীপর্ণা

 

আসিও আসিও কানাই আবার
যমুনা সকাশে আসিও।
অঙ্গ ভরিয়া বিমলআভায়
প্রেম সুধারস ঢালিও,
যমুনা সকাশে আসিও।

আসিও আসিও কানাই আবার
শ্রীমতি সকাশে আসিও ,
সঙ্গে অনিও শান্তির বারি –
ধরণী অঞ্চল ভরিও
শ্রীমতি সকাশে আসিও।

আসিও আসিও কানাই আবার ,
বৃন্দাবনকুঞ্জে আসিও ,
বাজাইয়া তোমার মোহন বাঁশরী ,
গোপীমোনোরথে মজিও ,
বৃন্দাবনকুঞ্জে আসিও।

জানি মিলে নাই শান্তি জীবনে ,
সাগর গরল গর্ভা।
শ্বাসিয়া উঠিছে ফেনিল সলিল
অনল পাত্রে দীক্ষা।

হেথায় আসিও আসিও শ্যাম,
অলস অঙ্গে আসিও ,
যমুনা বহিবে শান্তির বারি ,
কদম্ব কানন আনন্দ উথলি
দোঁহার অঙ্গে ভরিবে।
ও কালা রূপে আবার ধরা মজিবে ,
জীবন লহরী তুলিবে।

কানাই , ও মোহনবাঁশরী বাজিবে আবার ,
বহুকাল পরে চান্দ্র মায়ায়
শ্রীমতী শ্যামল দোঁহার ছায়ায়
কেকা কলরবে মাতিবে।
গোপীকুলে মজি রহিয়া রহিয়া ভারতী আবার হাসিবে।
কেকা কলরবে মাতিবে।

তাই –
আসিও আসিও কানাই আবার
যমুনা সকাশে আসিও।
অঙ্গ ভরিয়া বিমলআভায়
প্রেম সুধারস ঢালিও,
যমুনা সকাশে আসিও।

শ্রীপর্ণা