সব কিছু ছেড়ে

কবি : নীল-অভিজিৎ

এই মুহূর্তে তুমি স্নান সেরে
ছাঁদের উপরে উঠে গেলে
রোদ্দুর ধারায় মিশে যাবে… আশ্চর্য!
আর সেই রোদ্দুর আমার
ক্লান্তিকর হাত খোঁজে ছাতার বাট

অকুল প্রেম তোমার
মিষ্টি গন্ধের সহজিয়া বোধ
বিয়োগব্যথার ইচ্ছা গুলো
পথের বাঁকে স্নান করিয়ে দিচ্ছে তোমাকে

সময় যেন স্থির হয়ে পড়েছে
ঘরের দরজাটা কেবল–
এইমাত্র খুলে গেল,
সব কাজ শেষ…
তুমি ফেলে যাবে
ভেজা পায়ে ছাপ

এইভাবে শেষ দেখা হয়
এইভাবে শুরু হয় জীবন
যা কেবল তুমি অনুভব করো
আর আমি অবাক হয়ে পড়ি…