সময়

কবি : শ্রীপর্ণা

যৌবনে নেশা ছিল নীল অতল , অশ্রুজল
সমুদ্রে ডুবেছিলাম অনেকবার , ‘
নীল , লাল রত্নের সন্ধানে।
রত্ন নয় ,পেয়েছিলাম এক বুক নীল অহংকার ।
ছিল সমুদ্র স্বাদ কিছু শিশির –
ছিল দু চোখ ভরা নীলের নেশা – আর –
কিছু উদ্দাম অহংকার – যৌবনের।
যদিও সে সময় ছিল বাউলের মতো তৃপ্তিহীন ,
অনাবিল পথের খাজে খুঁজেছে জীবনের ভাষা।
ভেবেছিলাম স্বপ্নের মতো , চেয়েছিলাম
শোধ করে স্বপ্নের ঋণ , বিষের মতো তীব্র স্থির ভালোবাসা।
তারপর
একদিন রাতের কালো রঙের সাথে মিশে চুপি চুপি এসে দাঁড়ালো আমার কাছে , খুব কাছে,
এতদিনের জমা হওয়া লাভ ক্ষতি কিছু ধূলোকনা –
শুচু চেয়ে আছি নির্নিমেষে।
হঠাৎ দেখলাম সমস্ত ঋণ ভবিষ্যতের গর্ভে জমা আছে।
রক্তে এখন আর সে আবেশ নেই ,
নেই সেই নিঃসীম উদ্দাম বিকেল।
দু চোখে সমুদ্র আরো গভীর অতল –
নীলের আঁচড় না কি নোনা অশ্রুজল।
শ্রীপর্ণা