সাধনা by Dipankar Saha (Deep)

কবি : দীপঙ্কর সাহা (দীপ)

নিবির-অন্ধ-ব্রহ্ম মাঝে     জ্বলছে যে সব নক্ষত্র তাঁরা।
মনো রে আমার,    বিশ্ব মাঝে,    করে সেই সাধনা।।

গ্রহ, উপগ্রহ যে জ্যোতিরময়ে হয় প্রকাশিত ।

আমার এই জীবনের আলোরণে-

করিতে পারি যেন সকলের মন বিকশিত।।

দিনে দিনে নিজেরে করছি সেই ভাবে তৈরী-

প্রতিনিয়ত নিজেরে করছি

সেই সাধন পথে অনুগামি।

সংসারের সুখে দুঃখে রেখেছি বল মনো মাঝে

তবে আমারো প্রকাশ হোক আমার কৃত কর্মে।।

নিবির-অন্ধ-ব্রহ্ম মাঝে     জ্বলছে যে সব নক্ষত্র তাঁরা।

মনো রে আমার, বিশ্ব মাঝে, করে সেই সাধনা।।


-দীপঙ্কর সাহা (দীপ)