সুগন্ধি খিচুড়ি

কবি : পাপড়ি দেব

 

হ্যাঁ আমি চারপাশে খিচুড়ির গন্ধ পাই। যখন কেউ কথা বলে তার মধ্যে প্রবল গন্ধ। ঐ ভাষা খিচুড়ির মতো। কোন বিবাহ অনুষ্ঠানে আরো গন্ধ পাই। মাঙস, পোলাও আমার নাকে ফিকে লাগে। আমি দেখি খিচুড়ি। ঘাঘরা চোলি আর বেনারসী, মেহেন্দি আর সঙ্গীত, রাবড়ি জিলিপি আর কাতল কালিয়া, বরের পোশাক ইংরেজের আর কনে দক্ষিণ ভারতের সাজে। সম্পর্ক গুলোতেও খিচুড়ি আছে। আচ্ছা বাঙালি বলে একটা শব্দ ছিল না? ওটা কি খিচুড়িতে একদম গলে গেছে? একটা টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না!

@পাপড়ি দেব