স্বাধীনতার প্রাণ / মৌ গোস্বামী

কবি : কবির নাম

*স্বাধীনতার প্রাণ*
#মৌ গোস্বামী#

জং ধরা শিকলের প্যাঁচে,
তুমি আছো আমি আছি ;
বেঁচে আছে স্বাধীনতা বাংলার।
কত রাত ধরে ভেবেছি
ফোঁটা ফোঁটা রক্ত,
একে একে মিশে জমাট বেঁধেছে;
জালিয়ান ওয়ালাবাগের হত্যা কাণ্ডে;
ভেবেছি সেই আর্তনাদ শুনে,
বধির হয়েছে কোন কোন
নিরপরাধী প্রবাসী বাঙালী;
বিষম বাহু ত্রিভুজের কৌণিক বিন্দু
অথবা সমুদ্রের ঢেউয়ের উচ্ছাসকে,
সাক্ষী রেখে ফাঁসি তো হয়নি ক্ষুদিরামের!
তবে কী সত্যিই মাসির গর্ভে ,
দশ মাস দশদিন পরে নবজন্মের,
স্বাধীনতা পেয়েছিলেন তিনি?
উতালপাতালে কেটেছে
অন্ধকার গুটি গুটি পায়ে
এসেছে আমার মাথার কাছে।
দেখেছি চাঁদের আলোয় ভেসে যেতে,
পরাধীনতার জ্বালাকে,
বদ্ধ কাগজের খাপে ।
ইতিহাস কেঁদেছে
পাতার পর পাতা নিঃশব্দে।
তেরঙা পতাকায় লেখা আছে,
বিপ্লব বলিদানের ,জীবনের বিনিময়ে।
অস্পষ্ট ব্যথার আবেগ বুকে চেপে
আজও তুমি আছো, আমি আছি;
বেঁচে আছে স্বাধীনতা বাংলার।।