হেঁটে যাওয়া

কবি : নীল-অভিজিৎ

তোমার কোন শান্তি নেই
তবুও পরম শান্তি নিয়ে ঘর মেঝে নিকিয়ে
শান্তির জল ছিটান,
আমার মনে কোটি প্রাণের রক্তবীজ জোট বাঁধে,
নীল ধূলায়, শুকনো মুখে তুমি এলোকেশী,
অনাথিনী বেশে, অচেনা সর্বহারা এই মিছিলে,
আবর্তন নিয়ে ফিরে ফিরে হাঁট…
বরফ জমা দেহের সমষ্টিগত এই শহুরে উষ্ণ-সরোবরে,
অযথা যাওয়া আসাই শুধু…
আমারো কোন শান্তি নেই অন্তরে,
তবুও হেঁটে যাওয়া…
পাথুরে দ্বীপান্তরে শান্তির দিকে ।

@নীল অভিজিৎ

Leave a Reply