অচিনপুরের পাখি

কবি : পাপড়ি দেব

 

মেয়েরা শেষপর্যন্ত খোঁজে পিতার মতো বক্ষ,
পুরুষরা খোঁজে উত্তপ্ত নারী দেহ, পার্থক্য থাকবেই।
পুরুষরা সারাজীবন লড়াই
করে মাটি আর নারীর অধিকার বজায় রাখতে।
নারী সব হারিয়েও দেখো কেমন নিশ্চুপ হয়ে যায়।
তার ঈশ্বর নেই,
অধিকার নেই,
যন্ত্রণা নেই,
স্বপ্ন নেই,
নিজের কেউ নেই,
গৃহ নেই,
তবু সে কাকে যেন স্নেহ করে।
হয়তো তার নিজেরই কোন ইচ্ছেকে লালন করে নিঃশব্দে।
আমার স্থির বিশ্বাস,
সে স্বপ্ন জুড়ে থাকে ছোট্ট একটি ঘর, লাউমাচা,
টগরফুলের গাছ আর
কেউ একজন ফেরার আশ্বাস।
সে কোথায় গেল?
এত কথা, এত গান…
এত চিৎকারে সে কোথায় হারিয়ে গেল?
তাকে যে একবার বলার ছিল

ছোট মাছের চচ্চড়ি রাঁধবো কাল একটু পেঁয়াজ কলি আনবেন?