কবিতা:- জীবনমুখী #মৌ গোস্বামী

কবি :

  1. জীবনমুখী

    #মৌ গোস্বামী
    হিসেবের এক টুকরো কাগজ কখনো ভালোবেসেছে কলমের কালি ?
     সাদা শরীর ছুঁয়ে কত কথা চলে কলমের।
    ভালোবাসার মধ্যেই থাকে অনেক কিছু ভালো।
    সন্দেহাতীত সম্পর্কের সূত্রপাত ঠিক
    যেখান থেকে , ঠিক সেখানেই বীজ ব্যপন করে বেড়ে ওঠে অসংখ্য প্রেম,
    এক চিলতে অনুরাগ,
     ও অনেক অনেক অনুভূতি।
    তিল তিল করে তৈরী হওয়া সোহাগগুচ্ছ
     এভাবেই প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ে প্রতিটি ঠোঁটের কোণে কোোণে হাসি হয়ে
    জীবনমুুুুখী গানের মতো ।।