*বিদ্ধস্ত মণিপুর* *জ্বলন্ত মণিপুর*, *নির্যাতিত মণিপুর*

কবি :

*বিদ্ধস্ত মণিপুর*

*জ্বলন্ত মণিপুর*,

*নির্যাতিত মণিপুর*

 

*কলমে:- মৌ গোস্বামী*

 

তুমি কি দেখতে পাও!

কোলের মেয়েরা নগ্নতা মাখা

তোমার বস্ত্র কোথায়?

তুমি কি গো তবে মৌনব্রত?

অত্যাচার ও হিংস্রতায় ?

 

যে নীতিতে মানুষে মানুষে-

জীবনকে রাখে বাজি!

নারীর সম্মান মাটিতে লুটায়,

তুমি কি দেখতে রাজি??

 

মা মণিপুর তোমার সমুখে,

জ্বলন্ত জাতিকুল,

এখনো তুমি মৌন বিকেল!

পরাজয় প্রতিকূল।

 

তবে কি এবার ধ্বংস নিনাদ,

প্রলয় শঙ্খ বাজে?

সুন্দরী তুমি ওগো মণিপুরী,

মৃত্যু মিছিল মাঝে??