উন্মাদ / মৌ গোস্বামী

কবি :

#উন্মাদ#
মৌ গোস্বামী

———————————-
চাপা দাঁড়ি আর নিংড়ানো
দুই চোখ দিয়ে,
ঠিকরে বেরিয়ে আসা ,
তারা গুলো জলজ্যান্ত;
ভিখারীর পেট ক্ষুধার জ্বালা।
ভিড় চৌকাট দেখে অভুক্ত জিভ।
আসমান চেয়ে আছে,
নিয়তির দিকে ফ্যালফ্যাল করে ।
অক্টপাসের দাঁড়া ,
হাড় কঙ্কাল সার দেহ,
জানে সদ্য মাতৃ বিয়োগের শ্ব ,
জ্বলছে নিমতলার শ্মশানের,
ইলেকট্রিক চুল্লিতে ।
উন্মাদ সন্তান অনুভূতি হীন,
আঙ্গুল চাটে আরেক,
শ্রাদ্ধের লুচির পাত।