কোথায় বন্ধু কোথায় ওরে by Dipankar Saha (Deep)

কবি :

যার যার পথে    যার যার ভাবে  চলে যাই।
কোথায় বন্ধু কোথায় ওরে-
অবসরে ইক্টু হলেও দেখা করতে আয়।।

কব কথা    খাব দু এক কাপ চা।
করব স্মরণ সেই মধুর দিনগুলোর।
ব্যস্ত জীবনের কঠোর চাপে।
মনো করে হাই হাই।।
সময় পেলে ইক্টু হলেও দেখা করতে আয়।।

আজ বড্ড একা লাগছে
পাছের দিনগুলো জোড়দার রূপে মনে পরছে।।
চকিত ব্যথা লুকাই তারে।
যেমন শাক দিয়ে মাছ ঢাকার মতো করে।।

অনেক দিনের কথা জমা।
কিছু স্পেশাল কিছু অনমনা।।
তুই ছাড়া আর কাউকে যে বলতে পারি না।।
সময় করে ইক্টু হলেও দেখা করতে আয়।।