চাঁদ/ মৌ গোস্বামী

কবি :

চাঁদ

মৌ গোস্বামী

 

তোমার সম্পূর্ণ শুভ্রতা

দেখবো বলে বসেছিলাম ,

সন্ধ্যার আকাশ পানে চেয়ে।

তারাদের আনাগোনা বিহীন

রঙিন আলোয় লুকিয়ে ,

অপেক্ষাও করেছিলাম

সেদিন মেঘ মল্লারের ।

কিছুটা ঝোড়ো বাতাস

খবর দিয়ে যায় ধুলোর

গা ঘেঁষে,এক ঠোঁট হেসে।

আমি তখনও চন্দ্রিমার

গন্ধ মেখে দুচোখে উপভোগ

করতে চেয়েছিলাম তোমার

নিঃস্বার্থ উজ্জ্বল উদ্দীপনা।

আকাশি কান্নার ফোঁটায়

ভিজলোনা মন অথবা ;

দৈহিক অনু কণাও।

হয়তো তোমার কলঙ্ক অন্য

কাওকে উপহার দিতে ব্যস্ত ।।