বাড়বাড়ন্ত পৃথিবী

কবি : মৌ গোস্বামী

*বাড়বাড়ন্ত পৃথিবী*

একটা বেড়ে ওঠা গাছকে,
হঠাৎ করে কেও যদি
কেটে ফেলতে চায় !
তাকে করজোড়ে ,
বিনতি করতে হবে,
না’ কাটার জন্য ।

একটা বেড়ে ওঠা প্রাণকে
কেও যদি নষ্ট করতে চায়,
তাকে বোঝাতে হবে যে,
এটা সঠিক পথ নয়!
জীবন গঠনের জন্য।

সমুদ্রের ঢেউয়ের মতো
প্রতিবাদী ইচ্ছেগুলো কি,
কেবলমাত্র মনের ভেতরেই,
গর্জে উঠবে বারংবার??

পৃথিবীর ডিক্সেনারি জুড়ে,
এমন কত কি বেড়ে উঠছে ,
প্রকৃতির ভারসাম্য রক্ষা ,
না’ করেই নিজের মন্মর্জি।

শুধু লবনাক্ত মনস,
সীমাবদ্ধ জীবন চেয়ে!
বেড়ে ওঠা পৃথিবীর দিকে
তাকিয়ে, একরাশ মুক্তিপণ
কামনা করছে।।