‘ভাঙছে ঢেউ’

কবি :

জানি না আমি কেমন আছি,
বলতে পারবো না আমার অবস্থান,
যখন ডানা ঝাপটায়… চোখে দেখি-
ঝরণা ঝরে বুকের ভিতরে,
নেমে যায় স্রোতবাহী নদী,
যে নদী ধীরে চওড়া হয়
গভীরতার সাথে, উপরটা শান্তজল,
গভীরে অদমনীয় বিপরীত স্রোতের ঘূর্ণিবাত দিশাহারা তবুও এগিয়ে চলে সাগরের দিকে।
অজস্র ফুঁসে ওঠা জলরাশী…
মনে হয় আকাশ ছুঁতে চায়!
ওদের সমর্থনে টুনা সার্ডিন
লাফিয়ে ওঠে উচ্ছ্বসিত মোহনা,

এদিকে আমি,
জল চোখে তাকালেই রোজ সমুদ্র দেখতে পাই।

#নীল_অভিজিৎ