08 May 2024

🌾🌾🌾#কনকাঞ্জলী🌾🌾🌾 ———- কনকাঞ্জলী দিলে মাগো — বিদায় বেলার আগে; শ্বশুরবাড়ি যাবার সময়, শুধুই কান্না জাগে!! ছোট্টবেলার সময় ছিলো — পুতুলের কনে সাজ; ঠিক তেমনই নিজেরে দেখি, কনের সাজে আজ!! প্রথম আসা শ্বশুরবাড়ি — ছিলো বড়ই অচেনা; ভাবনা ছিলো নতুন মানুষ — হবে কি আপনজনা? ধীরে ধীরে সবার আমি — ভালোবাসা পেয়েছি; স্নেহ প্রেমের মায়ায় ঘিরে — স্বামীর ও ঘর গড়েছি! “সে” যে আমার আত্মভোলা, স্নেহের শাসন দিয়ে; হৃদয় মাঝে করলো গ্রহণ — প্রেমটুকু সব নিয়ে! আজকে যখন ‘ও’ ঘর হলো, সোনার খাঁচায় মোড়া; সোনায় মোড়া সে দিন হঠাৎ — হলো ছন্নছাড়া! ভোলাভালা স্বামী আমার, আনমনা মন নিয়ে; ভাবনা মাঝেই থাকতো ডুবে — সবটুকু মন দিয়ে! সেদিন ছিলো এমনই রাত — বাড়ি ফেরার সময়; হাজার গাড়ির আলোর ছটায় — রাস্তা বর্ণময়! ব্যস্ত শহর – ব্যস্ত বড়ই, হাজার গাড়ির চলাচল; বিকট আলো – শব্দ বিকট, রাস্তা জুড়ে কোলাহল! ফিরবে বাড়ি এমন সময় — গাড়ির নীচে পড়ে; সে যে গেলো তারার দেশে — আসলো না আর ফিরে! আনলো ওরা কোলে — নিয়ে আমার স্বামীর দেহ; জ্ঞান হারালাম আমি যখন — সবই হলো দাহ! সেদিন মা গো সব স্বপ্নই – সাদাকালোয় ঢেকেছিলো; নিয়তি আমার শত্রু যে মা, তাই তো এমন ঘটেছিলো! নিদারুণ সেই পরিহাস আজ, সারা বুকটা কাঁপায়; বিভৎস সেই দিনের স্মৃতি — কেমনে ভোলা যায়! বিয়ের পরে স্বামীর ও ঘর — স্বর্গ যেন ছিলো; জানিনা মাগো কোন পাপে আজ, সবকিছু হারালো! আজকে যখন বললে আবার কনের সাজে সাজতে; ডুকরে কেঁদে উঠলো হৃদয় — পারছি না মা মানতে! পায়ে পড়ি মা গো আমার —- করবো না আর বিয়ে; জীবন পুরো কাটাতে চাই —— তাঁর’ই স্মৃতি নিয়ে! সাদা থানেই সুখী আমি ——– দেখো না বুক চিরে; বেরঙিন এই জীবন আমার — রঙিন তাঁকেই ঘিরে! সে যে আমার প্রাণের মাঝে – মনের মাঝে জীবিত; সে ছাড়া যে আমি মা গো, বেঁচে থেকেও মৃত______ ————— মা গো বেঁচে থেকেও মৃত✍️ 💫💫💫💫💫💫💫🌲🌲💫💫💫💫💫💫💫

... বিস্তারিত

07 Jul 2022

সৃষ্টি করুক শেষবারের মতো একটি কবিতার||

#সৃষ্টি_করুক_শেষবারের_মতো_একটি_কবিতার #অনেকদিন পর আবার তোর সাথে আজ দেখা|| নতুন করে এইভাবে হঠাৎ দেখা হবে তা কখনোই ভাবিনি!! #শেষবার তোকে দেখেছিলাম অতনুর বিয়ের রিসেপশনে—-|| সেদিন __ গা ভর্তি... বিস্তারিত